জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হচ্ছে রবিবার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।
ঢাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় টানা চার দিনের রিমান্ড শেষে ফ্যাসসিবাদী আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে রবিবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেন এপিপি গোলাম সরওয়ার।
এসব হত্যাকান্ড ঘটনা ধামাচাপা দেওয়ায় ভুক্তভোগির পরিবার মামলা করতে পারেনি। গত পতিত আওয়ামীলীগের সরকারের ক্ষমতা অপব্যবহার করার কারণে।গত ২০০৯সাল থেকে চকরিয়ায় রাজপথে জাফর আলমের নেতৃত্বে জামায়াত, বিএনপি ৮জন নেতা কর্মীকে হত্যা করা অভিযোগে মামলা হয়েছে। গত৫আগষ্ট আওয়ামীলীগের সরকার পতনের পর।
এ দিকে জাফর আলমকে রবিবার আদালতে হাজির করা হবে এমন খবরে চকরিয়া পেকুয়ার খুটাখালী ইউনিয়নসহ জাফর বাহিনী বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
বিএনপি নেতারা দাবী করেন ১৭বছরে আওয়ামীলীগের সভাপতি জাফরের সহযোগি আকতার কামালের নেতৃত্বে তার অর্ধশত দাগি সন্ত্রাসী বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছে।
খুটাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত রহমান জিকু জানান, খুটাখালীতে ৫আগস্টের পরও জাফর আলমের বেশ কিছু স্বশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে রয়েছে, ইতোপূর্বে একটি মিছিলও করেছে।
রবিবার জাফর আলমকে কোর্টে আনার খবরে চকরিয়া-পেকুয়া খুটাখালী ইউনিয়নসহ দাগী সন্ত্রাসীরা গোপন মিশনে নেমেছে বলে একাধিক সুত্রে বিষয়টি নিশ্চিত করেন।
চকরিয়া আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও এপিপি মো: গোলাম ছরোয়ার জানান, আটক জাফর আলমকে বেশ কয়েকটি হত্যা মামলায় আদালতের মাধ্যে গ্রেফতার দেখনো হবে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অপরাধীদের গ্রেপ্তার পুলিশ মাঠে আছে। প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান।
উল্লেখ্য, গত৫আগষ্ট আওয়ামীলীগের সরকার পতনের পর চকরিয়া-পেকুয়ার কথিত এমপি জাফর আলম পালিয়ে বিভিন্ন জায়গায় আত্্রগোপনে ছিল গত ২৭ এপ্রিল ঢাকা ডিবি হাতে আটক হয়।