চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ সশ্রস্ত্র ডাকাত দল আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
ঘটনার একদিন পর সোমবার (৭ জুলাই) এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে সিএনজিতে তোলার সময় হঠাৎ করে তার সশস্ত্র ডাকাত দল ও আত্মীয়-স্বজনেরা অতর্কিত আমাদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার গ্রেফতারী পরওয়ানা ভুক্ত মামলার আসামী সাজ্জাদ হোসেন (২৫)কে মালুমঘাট বাজার থেকে গ্রেফতার করে এসআই সঞ্জীব পাল।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর সাজ্জাদ হোসেনকে থানায় নিয়ে যাওয়ার জন্য সিএনজিতে তোলার সময় তার সশস্ত্র ডাকাত দল ও আত্মীয়-স্বজনেরা পুলিশের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে গ্রেফতারকৃত সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম মানবজমিন কে বলেন, রোববার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন।
আসামী ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এই রিপোট লেখা পর্যন্ত মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামী ও পুলিশের উপর হামলার মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মোহাম্মদ উল্লাহ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০১৬১৩৩৩২২২৯,০১৫৫৪৪৩৩২২৩।