ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫

চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৪, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:


কক্সবাজারের  চকরিয়া স্বশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১১ টার দিকে উপজেলার  মানিকপুর – সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্বশান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় রাজমিস্ত্রী সহকারী ছিলেন।
সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহেরকে থানায় আনা হয়েছে।
নিহত সুমন বড়ুযার মা আরতি বালা জানান, সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্বশানের নির্মান কাজে যায়।
দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড় মিস্ত্রী পায়ে আঘাত  সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি।
রাত সাড়ে ১০টার দিকে ওই শ্বশানে তার উপুড় হয়ে থাকা লাশ স্থানীয়  লোকজন  দেখতে পেয়ে  থানা পুলিশকে  খবর দেওয়া  হয়। পরে পুলিশ  ঘটনাস্থলে  গিয়ে লাশ উদ্ধার  করে।
চকরিয়া থানার এস আই আবদুল মান্নান লাশের সুরতহাল  রিপোর্ট  তৈরী  করেন। তিনি জানান, লাশের মুখের ডান পাশে তেথলানো দাগ রয়েছে। জিব্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
চকরিয়া  থানার ওসি মো. শফিকুল  ইসলাম  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য  কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো  হয়েছে।  ময়নাতদন্তের  রিপোর্ট  পেলে মৃত্যুর  বিষয়টি  জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।