ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫

ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ’২৫ পেলেন মানবজমিন সম্পাদক

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
জুলাই ২৫, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ’২৫ পেয়েছেন। শিশু সাহিত্যে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। মাহবুবা চৌধুরী ছোটবেলা থেকেই ছড়া লিখতে শুরু করেন। সাত-আট বছর বয়স থেকেই বিভিন্ন দৈনিকের পাতায় তার ছড়া প্রকাশ হতে থাকে। ১৯৬৮ সালে তার ছড়া প্রকাশিত হয় তৎকালীন পাকিস্তানি খবরে। এরপর তার লেখালেখি শুরু হয় কিশোরদের জন্য। বিতার্কিক হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার খ্যাতি ছিল। টিভিতে সংবাদ উপস্থাপনায় খুব অল্পদিনের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেন। তার রয়েছে ৪৪টি বই। তার কথা, ‘আমি সারা জীবন শিশুদের জন্যই লিখে যাব। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ।

মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ’২৫ পেয়েছেন। শিশু সাহিত্যে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। মাহবুবা চৌধুরী ছোটবেলা থেকেই ছড়া লিখতে শুরু করেন। সাত-আট বছর বয়স থেকেই বিভিন্ন দৈনিকের পাতায় তার ছড়া প্রকাশ হতে থাকে। ১৯৬৮ সালে তার ছড়া প্রকাশিত হয় তৎকালীন পাকিস্তানি খবরে। এরপর তার লেখালেখি শুরু হয় কিশোরদের জন্য। বিতার্কিক হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার খ্যাতি ছিল। টিভিতে সংবাদ উপস্থাপনায় খুব অল্পদিনের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেন। তার রয়েছে ৪৪টি বই। তার কথা, ‘আমি সারা জীবন শিশুদের জন্যই লিখে যাব। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।