ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫

সবজি-পেঁয়াজের দাম চড়া, স্বস্তি নেই চালের বাজারেও

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
জুলাই ২৫, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অস্থিতিশীল হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। এতে ভোগান্তিতে পড়েছেন বাজার করতে আসা সাধারণ মানুষ। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। চালের দাম আগে বাড়লেও এখনো তা কমার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।

ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এখন সাধারণ গুণগত মানের সবজির কেজি কিনতে খরচ হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এর নিচে শুধু পেঁপে ৪০ টাকা ও আলু ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। লম্বা জাতের বেগুন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়, নতুন গোল বেগুন কিছুটা কম দামে, ৮০-৮৫ টাকা কেজিতে। করলার কেজি ৮০-৯০ টাকা, কচুরলতি ৭০-৮০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা, ঝিঙে ৮০-৯০ এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। ঢেঁড়সের দাম ছিল মাসের শুরুতে ৩৫-৪০ টাকা, এখন তা পৌঁছেছে ৫৫-৬০ টাকায়।

সবচেয়ে উদ্বেগজনক কাঁচা মরিচের দাম, এক কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়, যেখানে মাসের শুরুতে তা ছিল ৬০-১০০ টাকার মধ্যে।
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দামও ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়। ব্যবসায়ীরা এর কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা বলছেন। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে যেসব এলাকা থেকে সবজি আসে, সেসব জায়গার অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সরবরাহ বেশি হলে দাম আবার কমে আসবে।

এদিকে চড়া দামের তালিকায় আছে ব্রয়লার মুরগিও। আগে যা পাওয়া যেত ১৫০-১৫৫ টাকায়, এখন তা বেড়ে ১৬৫-১৭৫ টাকা কেজিতে উঠেছে। ডিমের দামে অবশ্য কিছুটা স্থিতি রয়েছে, প্রতি ডজন ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

চালের বাজারও বাড়তি। মোটা চালের দাম এখন ৬০ টাকার ওপরে। মাঝারি মানের মিনিকেট বা নাজির ধান থেকে উৎপন্ন কিছু চাল মিলছে ৬৫-৭০ টাকায়। আর উন্নতমানের চালের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।