।।মোহাম্মদ উল্লাহ।।
কক্সবাজারের চকরিয়ায় মেয়েকে হত্যার চার বছরের মাথায় নিজের ঘরে দুর্বৃত্তের হাতে খুন হলেন বাবা আবদুর রহিম (৬৪)।
রবিবার রাত ৮টার দিকে ওই এলাকার আবদুর রহিমের নিজ বাড়ির বারান্দা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে। ডানহাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
এদিন সন্ধ্যার দিকে তার নাতি আবিদুর রহমান তুহিন মাদ্রাসা থেকে বাড়িতে এসে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাড়িতে এসময় কেউ ছিলনা।
উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাঝের ডেইল এলাকার লাল মিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসী ছিলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন বলেন, আমার ইউনিয়নে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া থানাকে মোবাইল ফোনে অবিহিত করি।
বিগত ২০২১ সালে আবদুর রহিমের মেয়ে লাকি আক্তার পপিকে তুলে নিয়ে দুর্বৃত্তরা খুন করে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের লামা রোডের মহিউদ্দিনের নার্সারী এলাকায় ফেলে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যলে লাশ কবরস্থ করে। পরে লাশের হদিস পেলেও হত্যার বিচার পায়নি বলে দাবী করেন তার বোন শামিমা আক্তার রিনা।
স্থানীয় লোকজন জানায়, ২০১৫ সালে মহেশখালী থেকে চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছায়রাখালী এলাকায় স্থানীয় নাসির উদ্দিনের ছেলে আবদুল্লাহ থেকে রিজার্ভ বনভূমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন আবদুর রহিম।
তার সাথে এক প্রতিবন্ধী মেয়ে ও নাতি ওই ঘরে বসবাস করত। তার স্ত্রী ও ছেলেরা কোথায় থাকত এ বিষয়ে স্থানীয় লোকজন কিছুই জানেনা। গত কয়েকদিন আগে তার প্রতিবন্ধী মেয়ে মহেশখালীর মাতারবাড়ি এলাকায় যায়।
আবদুর রহিমের সাথে তার নাতি ছিল। রবিবার সকালে নাতি স্থানীয় মাদ্রাসায় যায়। সন্ধ্যায় ঘরে ফেরার পর বাড়ির বারান্দায় আবদুর রহিমের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়।
স্থানীয় লোকজন আরো জানায়, তার জমি দখলে নিতে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায়না। এর আগেও তার মেয়ে পপিকে হত্যা করে কিছু দুর্বৃত্ত।
পরিবারের লোকজনের দাবী জমি দখলে নিতে স্থানীয় কিছু দুর্বৃত্ত এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় কলেজ পড়ুয়া মেয়ে শামিমা আক্তার রিনার বিয়ের জন্য রাখা ২ লক্ষা টাকাও দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় বলে তারা জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলাম পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে খুনিকে আটক করতে সক্ষম হব। পুলিশের বিশেষ টিম মুল ঘটনার রহস্য বাহির করতে কাজ করছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়ার সার্কেল) অভিজিৎ দাশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কি কারণে কুপিয়ে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে এখন বলতে পারতেছিনা, তদন্ত করার পর মুল ঘটনা বিষয়টি জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2025 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.