চকরিয়ার দুইহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাচারকারী গ্রেফতার
চকরিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান খান (৩০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলকার নবী হোসেন এর ছেলে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি মোটর সাইকেল আরোহীকে থামানো হয়। তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন,
মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2025 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.