ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫

 চকরিয়ায় ভূমিদস্যুর আক্রোশের শিকার হয়ে দুই দফা আমন ধানের চারা উপড়ে ফেলেছে

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::



ভূমিদস্যুর আক্রোশের শিকার হয়ে কৃষকের রোপিত ধানের চারা গুলো উপড়ে ফেলা হয়েছে। চারার বয়স মাত্র দশদিন। এরইমধ্যে প্রতিপক্ষের লোকজন ৯৬ শতক জমির আমন ধানের চারা সম্পূর্নভাবে উপড়ে ফেলেছে। এতে কৃষক মোহাম্মদ হোছনের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ৩ সেপ্টেম্বর ভোর ৫টা ও ২৯ আগষ্ট রাত ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক মোহাম্মদ হোছন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় একই এলাকার মৃত আব্বাছ আহমদের পুত্র সামসুল আলম (৫০) ও জাফর আলম (৪৬), মৃত পেঠানের পুত্র আবদুল করিম ও মৃত আবদুল খায়েরের পুত্র নুর সমদকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া মৌজায় কৃষক মোহাম্মদ হোছনের পৈত্রিকভাবে পাওয়া ৯৬ শতক জমি রয়েছে। বিগত ৭৫ বছর ধরে তার দখলীয় জমিতে চাষাবাদ করে আসছেন। তার দখলীয় ৯৬ শতক জমিতে ১০ দিন পূর্বে আমন ধানের চারা রোপণ করেছে। প্রথম দফায় জমিতে সার ও বিষ প্রয়োগ করেছেন।

গত ২৯ আগষ্ট সকালে জমির আমন ধানের চারা দেখাশোনা করতে গিয়ে দেখি চারা উপড়ে ফেলেছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয়। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফা গত ৩ সেপ্টেম্বর ভোরে আবারও ধানের চারা গুলো উপড়ে ফেলেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। থানা পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষক মোহাম্মদ হোছন জানান, অভিযুক্তদের সাথে অন্যান্য জমি নিয়ে বিচার সালিশ চলে আসছিলো। বিভিন্ন শালিশ বিচারে আমাদের পক্ষে রায়ও এসেছে। একইভাবে চকরিয়া সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক আমাদের পক্ষে রায় দিয়েছেন।

এরপরও ভূমিদস্যুরা নানাভাবে হয়রানী করতে থাকে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ হোছন বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো সেই সামর্থ্য নেই। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।