ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় ডাকাতির প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-৩

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি


চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকায় ডাকাতির প্রস্তুুতি সময় দেশীয় তৈরি অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হল চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জালাল আহমদের ছেলে মোহাম্মদ জিশান (২৫), শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৪),পূর্ববড় ভেওলার পূর্ব কালাগাজী সিকদার পাড়া বাদশা মিয়া ছেলে মোহাম্মদ শাহজাহান (৪২)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, বুধবার(৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকায় ডাকাতির প্র¯ু‘তিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি কালো মাস্ক ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আটকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুুিত ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।