ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় তিন বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।


কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিয়ান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। 
রবিবার ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মো. খোকন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার যুগ্ন দায়রা ও জেলা জজ-১ আদালতের দুই বছরের সাজা পরোয়ানা ও চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একবছরের সাজা ছিল।
চকরিয়া থানার এসআই নাসির আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোকনকে সাহারবিল ইউনিয়নের চোঁয়ারফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করে। খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়ার মেহের আলীর ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে ৪ মামলায় পরোয়ানা ছিল।
অপরদিকে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রবিবার দুপুরে গ্রেফতার আসামীদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।