ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়। তাঁদের পদক্ষেপ অনুযায়ী ভোট গণনার প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ভোটগ্রহনের আগে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ভোটগ্রহণের আগে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া, ভোট গণনার পরবর্তী প্রক্রিয়া এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রকাশিত হয়।
নির্বাচন কমিশন আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নেয়া যাবে না।
আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৩৯,৮৭৪ জন ভোটার ভোট দানে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন এবং ৫টি ছাত্রী হলে ১৮,৯৫৯ জন ভোটার রয়েছেন। এবারের ডাকসু নির্বাচনে ২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী লড়াই করছেন।
এ নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে, এবং নির্বাচন কমিশনের এসব পদক্ষেপ প্রক্রিয়াটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।