চকরিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন প্রকাশ পুতিয়াকে (২৫) গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর ) চকরিয়া থানার পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল আমিন প্রকাশ পুতিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ষোলহিচ্ছা এলাকার মহিউদ্দিন এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় এএসআই জসিম উদ্দিন ও এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্স চকরিয়ার ষোলহিচ্ছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিনকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন প্রকাশ পুতিয়া কে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।