কক্সবাজারের চকরিয়ায় অপহৃত হোসেন আরা বেগম নামের এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে রমজান আলী (৩৫) নামে একজনকে বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ। অপহৃত ওই নারী খাখড়াছড়ি জেলার রামগড় উপেজলা পাতাছড়া ইউিনয়নের মৃত কামাল হোসেনের মেয়ে। জানা যায়, মালুমঘাট পূর্বপাড়ায় একটি ঘরে এক নারীকে অপহরণ করে আটকে রাখা হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় তার দুই সহযোগী। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ২ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2025 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.