ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার 

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার


‎চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
‎শুক্রবার দুপুর ১২ টার দিকে মালুমঘাট চা-বাগান  কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার  হয়।
‎ রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
‎স্থানীয় লোকজন জানায়, দুপুরে কোনাপাড়া-মৌলভীকাটা খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।
‎পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
‎স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে ৪ যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টংঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে  লোকজন তাদের ধাওয়া  দিলে খালে ঝাপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ  ছিলেন রিপন।
‎শুক্রবার দুপুর ১২ টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার  করে।
‎চকরিয়া থানার এসআই জাকির হোসেন লাশের সুরতহাল  রিপোর্ট  তৈরী  করেন। তিনি বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার যুবকের লাশ  উদ্ধারের বিষয়টি নিশ্চিত  করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।