ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ব্যারিকেড দিয়ে ডাকাতি, সশস্ত্র হামলায় নিহত ১ আহত ৩

মোহাম্মদ উল্লাহ।। সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ব্যারিকেড দিয়ে ডাকাতি, সশস্ত্র হামলায় নিহত ১ আহত ৩


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি


‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় রশি টেনে ব্যারিকেড দিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাতদল কুপিয়ে আরও চারজনকে গুরুতর আহত করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
‎নিহত মাহমুদুল হক (২৬) উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা । একই এলাকার আহত মো. সাগর (২৮), নুরুল হোসেন (২৭) ও ঈদগাঁও উপজেলার আবু রায়হান (২৫)।
‎ জানা যায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মাহমুদুল হক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎এছাড়া আহত তিনজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল  কলেজ  হাসপাতালে রেফার করা হয়।
‎খবর পেয়ে রাতে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে ।
‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।