বাংলাদেশ পুলিশের ৩৯ জন পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দেওয়ায় তারা বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদা পেলেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- আব্দুল্লাহেল বাকী, এ কে এম নাসির উল্লাহ, এ এম মাসুদুজ জামান, আবুল কালাম আজাদ, আবুল কালাম, সাবের রেজা আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী, মোখলেসুর রহমান, আমিনুর রশিদ, আবুল বাসার, মেছবা উদ্দিন, এ এম মিজানুর রহমান, মাহবুব মোরশেদ, আলিমুল হক, শফিকুর রহমান, খন্দকার মো. মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, মীর রেজাউল হোসেন, মুরতাজা কবীর, মোস্তফা কামাল, কামরুল হোসেন, এনামুল হক খান, আনোয়ার কামাল, বাচা মিয়া, অংসা থোয়াই মারমা, ফখরুদ্দীন ভূঞা, রকিবুল হক, শাহ আলম মিয়া, সৈয়দ নাসের আলী, আরজুমা বেগম, নাজমুল নিশাত, আবু তাহের, জহিরুল হক, হুমায়ুন কবীর, মীর মোঃ আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, নুরে আলম ফকির, শাহজাহান, সত্যজিৎ বড়ুয়া।