শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল শেইখ (ইন্না লিল্লাহি… ওয়া রাজেউন)। মঙ্গলবার ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্ববিখ্যাত এই আলেম। তার মৃত্যুতে মুসলিম সমাজে ধর্মীয় ও সমাজিক জীবনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান ছিলেন ধর্মীয় এই ব্যক্তিত্ব। এ খবর দিয়েছে গালফ নিউজ।
এতে বলা হয়, শেখ আবদুলআজিজ আল শেইখ ১৯৯৯ সালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মতো অতি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। দীর্ঘদিন ধরে দেশটির শরিয়া আইন ও নানা সামাজিক বিষয়ে ফতোয়া প্রদান করেছেন তিনি। দেশটির তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তার আগে এই পদে ছিলেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেইখ এবং শেখ আবদুলআজিজ বিন বাজ।
মঙ্গলবারই রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসর নামাজের পরে অনুষ্ঠিত হবে আবদুলআজিজের নামাজে জানাজা। মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববী এবং দেশের অন্যান্য মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
শেখ আবদুলআজিজ আল শেইখ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই দৃষ্টি হারান তিনি। ছোটবেলাতেই মুখস্ত করেন গোটা কোরআন। পরে শরিয়া বিদ্যায় উচ্চতর শিক্ষা লাভ করেন। তার অসীম অধ্যবসায় ও পাণ্ডিত্য তাকে এক অনন্য স্তরে পৌঁছে দিয়েছে।
ইসলামি বিধি-নিষেধ, হালাল ও হারামের বিষয়ে বহু কাজ করেছেন শেখ আবদুলআজিজ আল শেইখ। পাশাপাশি ইসলামি গবেষণা ও ফতোয়া প্রদানে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি সৌদি আরবের ধর্মীয় সমাজে এক অগ্রগামী ব্যক্তি ছিলেন, যার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এমন এক মহান ব্যক্তিত্বের ইন্তেকালে পুরো মুসলিম বিশ্ব শোকাহত।
সুত্র: মানবজমিন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2025 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.