রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। রোববার সকাল ১১টার দিকে সার্ক ফোয়ারা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। দাবি মেনে না নিলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
কাওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার এসআই মাহমুদুল হানান বলেন, ‘আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।