রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। রোববার সকাল ১১টার দিকে সার্ক ফোয়ারা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। দাবি মেনে না নিলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
কাওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার এসআই মাহমুদুল হানান বলেন, ‘আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2025 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.