ঢাকাThursday , 6 November 2025

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবা উদ্ধারসহ তিনজন আটক

Link Copied!

চকরিয়া( কক্সবাজার) প্রতিনিধি :::


কক্সবাজারের চকরিয়ায় অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বহনকারী সিএনজি গাড়িটি তল্লাশি করে প্লাস্টিক মোড়ানো বান্ডিলে প্রায় ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। যার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিরা পাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এসব ইয়াবা উদ্ধার করেন।
পুলিশ জানান, এদিন বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকষ টিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিরা পাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে অবস্থান করে। ওইসময় সিএনজি অটোরিকশাটি সন্দেহ হলে তল্লাশি করে। এসময় পুলিশ বিপুল পরিমান ইয়াবার চালান উদ্ধার করে। ইয়াবা চালানটি চট্টগ্রামে নিয়ে যাচ্ছেছিলো। যার মূল্য এককোটি ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতলি এলাকার মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই এলাকার মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও গর্জনিয়া তুলাতলি এলাকার আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি সিএনজি গাড়ি চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছিলো। ওইসময় ফাঁসিয়াখালী এলাকায় পুলিশের একটি টিম গোপনে  অবস্থান করে। নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ছেড়ে আসা সিএনজি গাড়িটি আটক করে। গাড়িটি তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরে বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।