চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই মাইক্রোবাস চার ডকাতা গ্রেফতার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইটি চোরাই হাইয়েস মাইক্রোবাসসহ আন্ত:জেলা ডাকাত দলের চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরএলাকার ২নং ওয়ার্ডের সাব-রেজিস্ট্রি অফিসের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাছির উদ্দিন (৪৫), সেলিম (৩৫), তৌহিদুল ইসলাম (২৪) এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১)। তাঁদের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল, পূর্ববড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা। তাদের বহনকারী দুই মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীনের বিরুদ্ধে চকরিয়া থানায় আগেও একাধিক মামলা রয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতির মামলা, আর শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত ডাকাতি করে থাকে।

