ঢাকাThursday , 27 November 2025

চকরিয়ায় সাজাসহ পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

Link Copied!

স্টাফ রিপোর্টার, চকরিয়া ::

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাসহ পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব আসামিকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত মামলার আসামিরা হলেন চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দুপাড়া এলাকার নির্মল দাশের ছেলে সনজিদ দাশ (৩৩), উপজেলার সুরাজপুর মগপাড়া বিল এলাকার মোঃ শফি আলমের ছেলে মোঃ আলমগীর (৩৫), মৃত মোস্তাক আহমদের ছেলে মোঃ শফি আলম (৫৮), হারবাং ইউনিয়নের কাটাখালী এলাকার আকবর আহমদের ছেলে মিজানুর রহমান (৩০)।
একইরাতে পুলিশের অপর অভিযানে চকরিয়া থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার (জিআর নং-৪৫১/২৫) আসামি উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের পুকুপুকুরিয়া এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫) গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত এসব
আসামিকে বিধি মোতাবেক বুধবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।