ঢাকাTuesday , 23 December 2025

চকরিয়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে গরীব-অসহায় লোকজনের সাথে প্রতারণার অভিযোগ

Link Copied!

চকরিয়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে গরীব-অসহায় লোকজনের সাথে প্রতারণার অভিযোগ


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।


কক্সবাজারের চকরিয়া উপজেলায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও স্বাস্থ্যসম্মত বাথরুম পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুতুব উদ্দিনের বিরুদ্ধে । প্রতারক হলেন একই এলাকার মৃত ওবাইদুল হাকিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বিএমচর ইউনিয়নের পাহাড়পাড়া এলাকার মৃত উবাইদুল হাকিমের ছেলে কুতুব উদ্দিন নিজেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেন। এর মধ্যে ছেনুয়ারা বেগমের কাছ থেকে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে ৫ হাজার ৫০০ টাকা, রোকাসানা পারভীনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা এবং সেতারা বেগমের কাছ থেকে স্বাস্থ্যসম্মত বাথরুম দেওয়ার আশ্বাসে ৩ হাজার ৫০০ টাকা আদায় করেন।
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো ভাতা বা সুবিধা না দিয়ে প্রতিপক্ষ শুধু “আজ দেব, কাল দেব” বলে সময়ক্ষেপণ করে আসছিল। সর্বশেষ গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে কুতুব উদ্দিনের বাড়িতে গিয়ে ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি আরও টাকা দাবি করেন।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়ে তিন ভুক্তভোগী লিখিত অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কুতুব উদ্দিন এভাবে শতাধিক সাধারণ মানুষের কাছ থেকেও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদায়কৃত অর্থ ফেরতসহ সরকারি সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।